Saturday 16 May 2015

RESEARCH ON ELDER PEOPLE

সুধী, 
আমি ডাঃ অমিতাভ দে সরকার বর্তমানে ক্যালকাটা ন্যাশানাল মেডিকেল কলেজে সাইকিয়াট্রি বিভাগে প্রফেসর আশীষ মুখোপাধ্যায়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সাইকিয়াট্রি ফ্যাকাল্টি-র  তত্ত্বাবধানে (Guidance) এবং ডাঃ অমিতাভ দাঁ, আসিস্ট্যান্ট প্রফেসর, একই বিভাগ-র সহ তত্ত্বাবধানে (Co-guidance)প্রবীণদের উপর একটি গবেষণায় নিয়োজিত হয়েছি।
গবেষণার বিষয়বস্তু মোটামুটি এইরূপঃ প্রবীণ মানুষজনের জীবনযাত্রার গুনমান, তাদের হতাশার পরিমাণ, জীবনের সন্তুষ্টি, সামাজিক ও মানসিক একাকীত্ব, ইত্যাদির পরিমাপ করন এবং সক্রিয় জীবনযাত্রার (active ageing )এদের উপর প্রভাব।
আপনারা জানেন যত দিন যাচ্ছে সারা বিশ্বে প্রবীন মানুষদের সংখ্যা ও শতকরা পরিমাণ খুব দ্রুত বেড়ে চলেছে। এর প্রধান কারণগুলি হল নিম্নমুখী শিশু জন্মহার, নিম্নমুখী মৃত্যুহার, ঊর্ধ্বমুখী রোজগার, ক্রমবর্ধমান শিক্ষার হার, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, ইত্যাদি। এই সব কারণে আজ চারিদিকে শুধুই অনু পরিবার (nuclear family)জীবনের একটা সময় আসেই যখন বেঁচে থাকার জন্য অন্যের সাহায্য নিতেই হয়। এই সব প্রবীণ মানুষেরা কার কাছে সাহায্য চাইবেন? বয়স বাড়ার সাথে সাথে মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা, মানসিকতার পরিবর্তন ঘটে। এই গবেষণার উদ্দেশ্য হল জীবনের সামান্য একটা দিকের পরিমাপ, যার মাধ্যমে খোঁজা প্রবীণদের জীবনের মান উন্নয়নের হদিশ।
এই গবেষণাটি হবে mail questionnaire-এর মাধ্যমে। প্রবীণ ব্যক্তিগণকে সাধারণ ডাকের মাধ্যমে একটি প্রশ্নপত্র পাঠানো হবে। তিনি শুধু কিছু উত্তরে টিক দেবেন। তারপরে আমাদের সরবরাহ করা ডাকটিকিট লাগানো খামে করে ফেরত পাঠাবেন – এক পয়সাও খরচ হবে নাশুধু সময় খরচ হবে মোটামুটি ৪৫ মিঃ। এই গবেষণা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ।
আপনি যদি পশ্চিমবঙ্গবাসী প্রবীণ (above 60) হন, তাহলে আপনার চিঠিপত্রের ঠিকানা ও ফোন নম্বর মেল করুন। ক জন প্রবীণ/ প্রবীণা বাড়িতে আছেন তাও জানান। প্রশ্নপত্র পাওয়ার পর আপনি ইচ্ছা করলে উত্তর নাও দিতে পারেন। Institutional Research Board সেই স্বাধীনতা আপনাকে দিয়েছে। আপনার দেওয়া তথ্য  research protocol অনুসারে গোপন থাকবে। আপনি এই খবর আপনার পরিচিত ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারেন। আপনার প্রবীণ বন্ধু- বান্ধবদের ঠিকানা ও ফোন নম্বরও পাঠাতে পারেন।
আপনি যদি প্রবীণ না হন তাহলে দয়া করে এই মেলটি আপনার পরিচিত প্রবীণদেরকে ফরোয়ার্ড করুন বা যতগুলি সম্ভব প্রবীণ মানুষের ঠিকানা ও ফোন নম্বর মেল করুন। আমরাই যোগাযোগ করে নেব। আমাদের গ্রাম-শহর মিলিয়ে কমপক্ষে ৫০০ প্রবীণ/ প্রবীণা প্রয়োজন। সংখ্যাটি যত বেশী হবে, গবেষণার গুনমান তত ভালো হবে।
আপনার সক্রিয় সহযোগিতা আশা করছি।
বিনীত
ডাঃ অমিতাভ দে সরকার
BHMS, MD (Hom), MSc (Applied Psychology)
M: 9330843394, e mail: thikana_shimla@yahoo.co.in
www.facebook.com/amitava.desarkar
Secretary,
THIKANA SHIMLA
(A welfare organization for The Senior Citizens)
www.elderpeoplehome.org